গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার (৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার থানায় লিখিত অভিযোগ করেছিলেন ওই তরুণী। এরপর ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগের কথা তুলে ধরেন।
অভিযুক্ত হিমেল কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।
মামলার নথি থেকে জানা যায়, তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে হিমেলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেন হিমেল। কয়েক মাস যাবত বিয়ের জন্য বলা হলে তরুণী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন হিমেল।
ওসি আকবর আলী খান জানান, ওই তরুণীকে নিরাপত্তার কারণে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।