ফতুল্লার পাগলা বাজার থেকে আ’লীগের ৬ পরিবহণ চাঁদাবাজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ৮ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৩১ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি দল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ জন পরিবহণ চাঁদাবাজ চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃতরা হলো, মোঃ ওলি (৫৬) মোঃ নাহিদ (২৮) হাসান হাওলাদার (৪০) আইউব আলী এ কে এম মুনিরুল আলম জানান, (৪০) ইব্রাহীম হাওলাদার (৩৫) ও মোঃ কাউসার (৩৫) জেলার ফতুল্লা মডেল থানার পাগলা বাজারের নিউ মসজিদ মার্কেট এলাকায় সোনারগাঁ রেস্তোরা এর সামনে থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকাসহ গ্রেফতার করে।
পরিবহণ চালকরা জানান, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের কর্মী। স্থানীয় সরকার দলীয় চাঁদাবাজ চক্র বিভিন্ন যানবাহণ থেকে চাঁদা আদায়ের জন্য তাদের নিয়োগ করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।