সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু তৈরি করছে মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৫২ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেছেন, আজ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। সারাদেশে টিসিবি পণ্যের পিছনে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়েও পাচ্ছে না। যে কার্ড বিতরণ করা হয়েছে, তাতেও দলীয়করণ করা হয়েছে। এসব কিছু থেকে মানুষের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করার জন্য আওয়ামী লীগ নতুন নতুন ইস্যু সৃষ্টি করছে। নতুন করে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান প্রকৌশলী ইশরাক হোসেনকে লিফলেট বিতরণ সময়ে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র ন্দিা ওপ্রতিবাদ জানাচ্ছি এবং নিংশর্তে মুক্তির দাবি জানাই।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন হাজীগাঁও এলকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, রমজান মাসেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা বলা কমছে না। কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে বলছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। আলো নয় তারাতো অন্ধকার পৌঁছে দিয়েছে। এই সরকার গণবিরোধী বলেই জনগণের কোনো উপকার করতে পারছে না। সরকার উৎসবে মেতে উঠেছে। দেশে দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে। মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। অথচ সরকার বাহিরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে। আবার সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন। কিন্তু তিনি দেশের জনগণের খোঁজ খবর রাখছেন না। এটা সাধারণ মানুষের সাথে অন্যায় করা হচ্ছে।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের নবনির্বাচিত আহবায়ক মো. হারেছ আহমদ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নঈম উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম হান্নান রহিম তালুকদার, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ করিম পিন্টু, আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ আদনান,আবদুল গফুর, যুবদল নেতা রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা মো. হেলাল, সাইফুল রুবেল, যুবদল নেতা জিাাউর রহমান, রুবেল, ছাত্রদল নেতা এসপি মুরাদ, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম সাইদ, ছাত্রদল নেতা রিফাতুজ্জামান তারেক, মাহিয়া সারিয়া প্রমুখ।