ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ কর্মী খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ পিএম, ৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:০৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শরিফ আহম্মেদ (২১) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
গতকাল বুধবার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত শরিফ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি শহীদ মিয়া চরপাড়া এলাকার একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বুধবার রাত বাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে শরিফকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্বজনরা গুরুতর আহত অবস্থায় শরিফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শরিফ মারা যান। নিহত শরিফ মহানগর যুবলীগের কর্মী ছিলেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপরাধীদের শনাক্তের কাজ চলছে। রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।