এই সরকারের সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে আমরা জনগণের পাশে থাকব - ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ৬ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:০৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে আইনের শাসন নেই। দেশে চলছে একদলীয় শাসন ব্যবস্থায়। বিরোধী দল আজ কথা বলতে পারেনা। কথা বলার স্বাধীনতা নেই। এই সরকার বিরোধী মতকে দমন করার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। বিরোধীদল যখনই রাস্তায় নামে তখনই সরকারি প্রশাসন লাঠিচার্জ করে। এখন জনগণের কল্যাণে লিফলেট পর্যন্ত বিতরণ করতে দিচ্ছে না। আজকে সকালে ঢাকায় আমরা দেখলাম সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পত্র তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যখনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনশীল পর্যায়ে রাখার জন্য লিফলেট বিতরণ করছে, তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার। বিএনপি যখনই রাস্তায় নামে তখন এই মামলা, হামলা, গ্রেফতার এর শিকার হতে হয়। আমরা কোতোয়ালী থানা বিএনপি'র উদ্যোগে আয়োজিত এই সমাবেশ থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। তিনি
আজ বুধবার বিকালে কোতোয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সৌজন্যে কোতোয়ালির ৮টি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা.শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের কল্যাণে আমরা রাজনীতি করি। দেশের এমন বেহাল দশাতে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। এই সরকারের সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে আমরা জনগণের পাশে থাকব। আমরা প্রতিদিন কোন না কোন ওয়ার্ডে অসহায় দরিদ্রদের কল্যাণে কল্যাণে কাজ কওে যাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আজ হাহাকার চলছে। নিম্ন-মধ্যবিত্ত থেকে কেউ এই সরকারের অধীনে শান্তিতে ও নিরাপদে নেই।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি'র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে। কেউ এই সরকারের সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা হয়। এই সরকার একটি মামলাবাজ সরকার। এ মামলাবাজ সরকার যতক্ষণ না পর্যন্ত বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ মানুষের জুলুম-নির্যাতন শেষ হবে না।
কোতোয়ালি থানা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মন্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহ-যোগিতায় ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য গাজী মোঃ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, নগর বিএনপির সাবেক সহ সম্পাদক এ.এম পেয়ারু, সালাউদ্দিন লাতু, সদস্য ইউসুফ শিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সাব্বির আহমেদ, নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা হাজী মহসিন, আমিনুর রহমান মিয়া, দিদারুল ইসলাম, আনোয়ার হোসেন, মোহাম্মদ ফিরোজ আলম, নগর যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রিমন, সদস্য সচিব আব্দুল্লাহ আল সোনা মানিক প্রমুখ।