হাসপাতালে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ৬ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:১১ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
প্রথম নারী মুক্তিযোদ্ধা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মেডিকেল বোর্ডের পরামর্শ ক্রমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ফের হাসপাতালে নেয়া হয়েছে।
আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন তিনি। বেলা পাঁচটায় হাসপাতালে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি।
এদিকে গতকাল মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে ফিরোজায় যান। পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।
শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে ৬ টায় বাসার উদ্দেশ্যে রওনা করেছেন বেগম খালেদা জিয়াকে।
এর আগে ৮১ দিন চিকিৎসা নেয়ার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।