বেগম খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২ এএম, ৬ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:০৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বুধবার (৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হবেন তিনি। গতরাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার দুপুর ৩ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার।
গত ১ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এরপর দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে, চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।