অগ্রাণী ব্যাংকের সাবেক ডিজিএম নূরুল হালিম আর নেই, বিএনপি নেতা শরীফুল আলমের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৪ পিএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
অগ্রাণী ব্যাংকের সাবেক ডিজিএম কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা গ্রামের খাঁন পরিবারের মরহুম এ.এফ.এম নূরুল্লাহ উরুফে খাঁন এর বড় ছেলে নূরুল হালিম আর নেই। তাঁর মৃত্যুতে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (সি,আই,পি) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জনিয়েছেন।
মরহুম নূরুল হালিম কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নবগঠিত কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত এর বড় ভাই।
তিনি আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকা ধানমন্ডি নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর নামাজে জানাজা শেষে নিজ এলাকার গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রুগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। নুরুল হালিমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা গ্রামে নিয়ে আসা সম্ভব হয়নি বলে, কুলিয়ারচরের সর্বস্তরের জনগণের নিকট দুঃখ প্রকাশ করে মরহুম বড় ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন উপজেলার বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।