গাজীপুরে মেট্রে থানা বিএনপির পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা আজ মঙ্গলবার নগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আব্দুল হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব কাউন্সিলর মো. হাসান আজমল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন সরকার ও বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ড. মো. শহিদউজ্জামান, আহমদ আলী রুশদী, ভিপি আশরাফ হোসেন টুলু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, জিএস শেখ লুৎফর রহমান লাতু, কাউন্সিলর তানভীর আহমেদ, কাউন্সিলর মজিবুর রহমান সরকার, জিএস অ্যাডভোকেট মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর সবদের হাসান, সাবেক কাউন্সিলর খায়রুল আলম বিএসসি, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, জিএস নাসিমুল ইসলাম মনির, অ্যাডভোকেট নাছির উদ্দিন, বিডিয়ার অব. মজিবুর রহমান, মো. মনিরুল ইসলাম, অ্যাডভোকেট শরিফ উদ্দিন, আব্দুর রশিদ, মো. সালাহ উদ্দিন, মো. আমির হোসেন, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, মোতাহার হোসেন, শাহাদাত হোসেন, শহীদুল্লাহ মোল্লা, হাজী শেখ লিটন, ছাত্রদল নেতা ইমরান হোসেন আরিফ প্রমুখ।