সাবেকমন্ত্রী আব্দুল মান্নানের মাগফিরাত কামনায় নবাবগঞ্জ এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১০ পিএম, ৪ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১০:৩৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকার নবাবগঞ্জে সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ার আয়োজন করেন মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মেহনাজ মান্নান।
গতকাল রবিবার সন্ধ্যায় প্রথম রোজায় নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় এ দোয়া মাহফিল করা হয়।
ইফতারের পূর্বে মরহুম আব্দুল মান্নান ও তার সহধর্মিনী নিলুফার মান্নানের রুহের মাগফিরাত কামনা ও দেশ ও দেশের জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে এতিম ও শিক্ষার্থীসহ অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এর আগে নবাবগঞ্জ উপজেলার দলের প্রয়াত বিভিন্ন নেতকর্মীর স্মরণে বক্তব্য রাখেন নেতারা।
উপস্থিত ছিলেন, বিএনপিনেতা আবেদ হোসেন, হারুন উর রশীদ উসমানী, আব্দুল বাতেন, এমএ ছালাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, তপন মোল্লা, মঈনখান তুষার যুবদলনেতা ফুলচানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।