খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় পাবনায় ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ পিএম, ৩ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানে সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল এবং এতিম ও হাফেজদের সাথে ইফতার করেছেন পাবনা জেলা বিএনপি।
আজ রবিবার (৩ এপ্রিল) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সরকারের মিথ্যা মামলায় অন্তরীণ হওয়ার আগ পর্যন্ত প্রতি বছর প্রথম রোজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের সাথে ইফতার করতেন। এখন তিনি মিথ্যা মামলায় অন্তরীণ রয়েছেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিএনপি আজ প্রথম রোজার ইফতারী এতিমদের সাথে করেন। কেন্দ্রীয় বিএনপির আদলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সহযোগিতায় পাবনা জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে পাবনায় এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, আব্দুস সামাদ খান মন্টু, একেএম মুসা, নুর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, জহুরুল ইসলাম, মোসাবি্বর হোসেন সন্জু, হিমেল রানা, মাসুদ রানা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জেলা মহিলা দল, জেলা ম্যসজীবিদল, পাবনা সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি।