বিএনপি'র প্রতিকী অনশনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অংশ গ্রহন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ পিএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২৩ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিন বিএনপির প্রতিকী অনশনে ব্যাপক শো-ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব। তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিশাল মিছিল প্রতিকী অনশনে যোগ দিয়ে অংশ নেন।
আজ শনিবার (২ এপ্রিল) ঢাকা প্রেসক্লাবের সামনে এ প্রতিকী অনশন কর্মসূচী পালিত হয়।
সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকায় জড়ো হয়। পরে সেখান থেকে একত্রিত হয়ে মানিক সজীবের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগ দেয় প্রতিকী অনশনে।
প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রতীকী অনশন পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখেন।