বিএনপি নেতা কায়সার কামালের বাবার প্রথম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ পিএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৮ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বাবা এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
আজ শনিবার (২ এপ্রিল) এ উপলক্ষে মরহুমের কলমাকান্দার চত্রংপুরস্থ নিজ বাড়িতে পবিত্র কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পাশাপাশি আগামীকাল স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় দোয়া মাহফিল এবং ইফতার আয়োজন করা হবে। গত বছরের এ দিনে মোস্তফা কামাল মনসুর কলমাকান্দা সদরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মোস্তফা কামাল মনসুর কলমাকান্দা সদরের দীর্ঘ দিনের নির্বাচিত সাবেক চেয়ারম্যান। তিনি ছিলেন শিক্ষা অনুরাগী এবং ক্ষুদ্র পরিসরের একজন সমাজ সংস্করক। স্থানীভাবে তিনি বিভিন্ন জনহিতকর কাজের জন্য ছিলেন সর্বমহলে একজন সমদৃত ও জনপ্রিয় ব্যক্তিত্ব।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মা জোবাইদা কামালও গুরুতর অসুস্থ। তিনি ক্যান্সারে আক্রান্ত। ব্যারিস্টার কায়সার কামাল তার মায়ের চিকিৎসার জন্য প্রায় ৬ মাস ধরে ভারতের মুম্বাই টাটা হাসপাতালে অবস্থান করছেন। কায়সার কামালের বাবার মৃত্যুর ৬ মাসের মধ্যেই তার মা এই রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা চেষ্টা করলেও এখনো পর্যন্ত শঙ্কা কাটেনি। ব্যারিস্টার কায়সার কামাল মরহুম বাবার জন্য এবং গুরুতর অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।