দুপচাঁচিয়ায় বিএনপির প্রতিকী অনশন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০১ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও অবৈধ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে প্রতিকী অনশন পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে দুপচাঁচিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ পর্যন্ত ঘণ্টাব্যাপী এ প্রতিকী অনশন পালন করা হয়।
অনশন চলাকালে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান তুহিন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এএইচএম নুরুল ইসলাম খান হিরু, আহবায়ক কমিটির সদস্য একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সভানেত্রী সুলতানা হায়াত সিলভা, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মফিক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আবু নাছের, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটু, যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সানি, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান রবি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক অসীম মহলদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সিনিয়র সহসভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।