বগুড়ার শেরপুরে বিএনপির প্রতীকী অনশন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০৪ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় পৌর শহীদ মিনারে শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ শফিকুল আলম তোতার সভাপতিত্বে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে, এম মাহবুবার রহমান হারেজ।
এ সময় আরো বক্তব্য রাখেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম হিরু, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুঁটি, মোস্তাফিজার রহমান নিলু, জেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, আবু রায়হান আজাদ, শফিউল আলম সবুজ, আরমান আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, সদস্য সচিব নুরুল ইসলাম নূর, শহর কৃষকদলের আহবায়ক হাফিজুর রহমান শাওন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক লিমন হাসান, নজরুল ইসলাম, আব্দুল খালেক, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার আলী কলিন্স, হাফিজুল আসিফ শাওন, শুয়াইব আহম্মেদ চপল, মিলন হাসান, বেলাল হোসেন, ইমরান খান, ছাত্রদল নেতা নাদিম মাহমুদ, রাফী আল আমিন, আসিক, নাছিম ওয়াহিদ প্রান্ত, ফিরোজ আহম্মেদ, জাকারিয়া হোসেন বাকিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনশনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে মানুষ হাহুতাশ করছে। প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। এতে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতে পারছে না সাধারণ মানুষ। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রশাসনের কাঁধে ভর করে দেশ পরিচালনা করছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। সরকার উন্নয়নের নামে লুটপাট করে মন্ত্রী–এমপিদের পকেট ভারী করছে।
বিএনপির নেতারা বলেন, এই সরকার আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু এ স্বপ্ন আর পূরণ হবে না। দিনের ভোট রাতে করে সরকার যেভাবে দেশে জুলুম নির্যাতন করছে, তার অবসান হবেই। এ সময় ভবিষ্যতের আন্দোলন–সংগ্রামে সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ শফিকুল আলম তোতার মুখে জুস দিয়ে অনশন ভাঙ্গান প্রধান বক্তা কে এম মাহবুবুর রহমান হারেজ।