শাজাহানপুরে বিএনপির প্রতীকী অনশন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০১ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি ও অবৈধ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে অনশন শুরু হয়ে দুপুর ৩টায় শেষ হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু শাহীন সানির পরিচালনায় অনশনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডা: বজলুর রহমান নিলু, সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন, কলাকোপা সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বিদ্যুৎ, হারেজ উদ্দিন, মোশারফ হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, ইদ্রিস আলী সাকিদার, নুরুল আজাদ, আব্দুল হাই সিদ্দিকী রনি, নুরুন্নবী সোনার, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।