ভেড়ামারায় বিএনপি'র প্রতিকী অনশন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১৯ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের লাগামহীন দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভেড়ামারা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অংঙ্গসংগঠনের উদ্যোগে (সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের বাসভবনের সামনে চত্তরে আজ সকাল ১১ ঘটিকার সময় থেকে প্রতিকী অনশন শুরু হয় এবং লিফলেট বিতরন করা হয়।
অনশন চলাকালীন সময়ে সরকারের বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা ও দূর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সিহাবুল ইসলাম (সাবেক বারবারের চেয়ারম্যান- জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ)। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক ভেড়ামারার মেয়র এড.তৌহিদুল ইসলাম আলম।
এছাড়াও বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো:আবু দাউদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো:শফিকুল ইসলাম বিশু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:জানবার হোসেন (সাবেক চেয়ারম্যান- চাঁদগ্রাম ইউনিয়ন), ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির অন্যতম নেতা আবু মো: নুরুদ্দীন নুরু, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ(আবুল বিশ্বাস), উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদুর রহমান রন্জু, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি গোলাম রব্বানি, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব। চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম। বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বর, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন। ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, যুগ্ন সাধারন সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন পাতল। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওয়াজেদ আলী টুকু। ভেড়ামারা পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ছানা উল্লাহ, পৌর ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সোলেমান হোসেন। উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দীন, যুবদল ভেড়ামারা উপজেলার সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম লাভলু, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ছাত্রদলের উপজেলা সাবেক সভাপতি সাইফুল আলম রোকন। উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেন, যুবনেতা উজ্জল হোসেন, যুবনেতা আসাদুল হক, আসাদুজ্জামান নাহিদ, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক রোকোনুজ্জামান, সেচ্ছাসেবক দল ভেড়ামারা পৌর শাখার আহ্বায়ক মকলেছুর রহমান, পৌর যুগ্ন আহ্বায়ক শান্ত। উপজেলা কৃষকদলের নেতা রেজাউল ইসলাম, কৃষকদলের পৌর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন। উপজেলা মৎস্যজীবীদলের সাধারন সম্পাদক সাচ্চু বিশ্বাস। জেলা ছাত্রদলের সদস্য আল-আমিন, উপজেলা ছাত্রদল নেতা এসএম রানা আহাম্মেদ, আলতামাস আসলাম নিউটন, নাসিফ শাহরিয়ার আলিফ, ছাত্রনেতা বিল্লাল হোসেন জিকু, পৌর ছাত্রনেতা সুলতান আলী, সাব্বির হাসান, কলেজ ছাত্রনেতা প্রত্যাশা করিম, সোহেল রানা প্রমুখ।
বেলা ২ঘটিকাল সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের মুখে পানি দিয়ে প্রতিকী ভাঙ্গা হয়। আলোচনা সভাটির সার্বিক পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম।