দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আদমদীঘিতে বিএনপির প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩০ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৪৬ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা সদরের পুরাতন বিদ্যাবিথি মডেল স্কুল সংলগ্ন স্থানে এই প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়।
প্রতীকী অনশন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমদীঘি থানা বিএনপির আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম তালুকদার রতন, যুগ্ম আহবায়ক মাসুদ আহম্মেদ, থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুহিত তালুকদার, বিএনপি নেতা রফি আহম্মেদ আচ্চু, আবু হাসান, মাহফুজুল হক টিকনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।