এ সরকারকে আন্দোলনের মাধ্যম হটানো হবে : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৯ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার জনগণের গনতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছেন। আজ সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই, রাজনীতি করার সুযোগ পাচ্ছে না।
আজ বুধবার (৩০মার্চ) ইসলামপুর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আপনারা আর সামনের দিকে এগোবেন না। আপনারা সকল কাজেই আজ ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, সরকার দলের লোকজন সভা-সেমিনার করলে কোন বাঁধা দেয়া হয়না, কিন্তু বিএনপি কোন সভা-সমাবেশ করলে তাদের কাজে বাঁধা দেওয়া হয়। আগামী দিনে যতই হুমকি-ধামকি আর বাঁধা আসুক না কেন জনগণ আর কোন বাধায় অপেক্ষা করবে না। তিনি আগামী দিনে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।
ইসলামপুর উপজেলার বিএনপির আয়োজনে নাপিতের চর এমপি বাসভবনে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড:মো:ওয়ারেন আলী মামুন।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইসলামপুর উপজেলা বিএনপির আহবায়ক সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী আল জামালী, রঞ্জু,সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব,জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম।
সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ইসলামপুর উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নবাব।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক এমপি সুলতানমাহমুদ বাবুকে সভাপতি ও নুরুল ইসলাম নবাবকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।