আ'লীগ ও যুবলীগের মতো পুলিশ লীগের কোন প্রার্থক্য নেই : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৮ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, স্থানীয় পুলিশ ও প্রশাসন বিরেধিী দলের গনতান্ত্রিক অধিকার মিছিল মিটিং করতে দেয়না। গনতন্ত্রের স্বীকৃত এই অধিকার দু’পায়ে পদদুলতি করছে এই সরকার। আজকে আওয়ামীলীগ ও যুবলীগের মতো পুলিশলীগের কোন প্রার্থক্য নেই। তিনি আরো বলেছেন, আমরা এমন এক দুঃসময়ে বাস করছি যখন সত্য বলা পাপ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা পাপ। এখন যারা নানা অপকর্মে জড়িত তারা ক্ষমতাসীন লোক হওয়ার কারণে পার পেয়ে যায়। কিছুই হয়না তাদের। আওয়ামীলীগের একজন এমপি পাপুল মানব পাচারের সাথে জড়িত কিন্তু তার কিছুই হয়না। যদিও সে বাইরে আছে তার এত টাকা কোথা থেকে হলো, কেমন করে হলো? সরকারের এ ব্যাপারে ভ্রুক্ষেপ নেই। আজকে সন্ত্রাস ক্যাডারদের লালন পালন করে এই সরকার। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সেই ৭ খুনের ঘটনা কেউ ভুলে যায়নি।
রিজভী ঢাকা মেট্রাপলিটন পুলিশ কমিশনারের কাঠোর সমালোচনা করে বলেন, বিএনপির চেয়ারপার্সন একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী দেশের চারবারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার বিরদ্ধে অশালীন মন্তব্য করেছেন। একজন পুুলিশ কর্মকর্তার নিরপেক্ষ থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদের বক্তব্যের সাথে পুলিশ কমিশনারের বক্তব্য এক হতে পারেনা। জনগনের টেক্সের পয়সায় যার বেতন, তিনি কি ভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এমন কথা বলতে পারেন। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে, পুলিশলীগের বেতন সরকারি কোষাগার থেকে নয় শেখ হাসিনার কোষাগার থেকে হয়। শেখ হাসিনা নির্দেশ দিলে বিএনপির নেতাকর্মীদের বুকে গুলিচালাতে দ্বিধাবোধ করবেনা।
আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় উপজেলা ও পৌরসভার বিএনপির দ্বি-বাষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহম্মেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রহিমা শরীফ মায়া, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম টিটু, লায়ন মুজাহিদ মল্লিক প্রমুখ।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বে সম্মেলনে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আজহারুল ইসলাম মান্নানকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সোনারগাঁও উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সোনারগাঁও পৌরসভা বিএনপিতে শাহজাহান মেম্বারকে সভাপতি ও কাউন্সিলর মোতালেব হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কণ্ঠভোটে দুটি ইউনিটে কমিটি অনুমোদন করা হয়। দুটি কমিটিকে ১০১ সদস্য বিশিষ্ট করে এক সপ্তাহের মধ্যে ঘোষণা করতে নির্দেশ দেয়া হয়।
সম্মেলনে সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।