গোদাগাড়ীতে আত্মহত্যাকারী দুই কৃষক পরিবারের পাশে জাতীয়তাবাদী কৃষকদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৭ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৪৬ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ীতে আত্মহত্যাকারী দুই কৃষক রবি মারান্ডি ও অভিনাথ মারান্ডির পরিবারের পাশে দাঁড়াতে সরেজমিন পরিদর্শন ও সমবেদনা জানানোর জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের বাড়িতে যান জাতীয়তাবাদী কৃষকদল।
আজ বুধবার সকালে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোদাগাড়ীর নিমঘটু ও ঈশ্বরীপুর গ্রামে যান। সেখানে তারা আত্মহত্যাকারী কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমরম ও রবি মারান্ডির স্ত্রীর সাথে সাক্ষাৎ করে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
কৃষকদল নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে ভবিষ্যতে সুবিচার প্রাপ্তির আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সহ সভাপতি মামুনুর রশীদ খান, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এমপি, মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল, রাজশাহী মহানগর কৃষকদলের আহবায়ক ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক ও বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটুসহ স্থানীয় কৃষকদলের নেতৃবৃন্দ।
উল্লেখ গত ২৩ মার্চ জমিতে সেচের পানি না পেয়ে আদিবাসী কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি কীটনাশক পান করে। ওই দিন বাড়িতে অভিনাথ মারান্ডি মারা যান। রবি মারান্ডিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৫ মার্চ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।