ফেনীতে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩২ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০৫ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীতে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির আয়োজনে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
আজ বুধবার সকালে ফেনী জেলা বিএনপি কার্যলয়ে প্রতীকী অনশন শুরু হয়ে বিকাল ৪টা পযন্ত চলে এই কর্মসুচি।
অনশনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎসজীবি দলের আহবায়ক জহির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ এস এম কায়সার এলিন, জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল, রশিদ আহমদ মজুমদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইউম সহ জেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।