মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শামিম হোসেনের কারাদন্ডাদেশে কেন্দ্রের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৬ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১১:০৮ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-নওগাঁ জেলাধীন মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ শামিম হোসেন সাজুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইসিটি মামলায় ৭ বছরের কারাদন্ডাদেশ দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "দেশের আইন, আদালত সবকিছুই এখন বর্তমান আওয়ামী সরকারের নির্দেশানুযায়ী চলছে। আইন, আদালতকে করায়ত্তের মাধ্যমে অবৈধ ও গণবিচ্ছিন্ন বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী কর্তৃত্ববাদী আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং আদালত কর্তৃক কারাদন্ডাদেশ প্রদান যেন বর্তমান অবৈধ আওয়ামী সরকারের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে। এই লক্ষ্যে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নিয়ে দেশকে বিরোধী দলশুন্য করতে বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে।
ভুয়া, বানোয়াট ও সাজানো আইসিটি মামলায় নওগাঁ জেলাধীন মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শামিম হোসেন সাজুকে কারাদন্ডাদেশ প্রদান বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে বেপরোয়া হয়ে গেছে। তবে সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেকোন মূহুর্তে বিক্ষুদ্ধ মানুষ বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে।"
নেতৃদ্বয় অবিলম্বে মোঃ শামিম হোসেন সাজু'র বিরুদ্ধে দায়েরকৃত অসত্য আইসিটি মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।