সিরাজগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০১:০৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সিরাজগঞ্জে দলীয় অফিসে আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ৫ ঘন্টার প্রতীকী অনশন করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির প্রতীকী অনশনে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় প্রতীকী অনশন চলাকালে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসনে ভুইয়া সাফী, সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, সহ দফতর সম্পাদক এনামুল হক, সহ প্রচার সম্পাদক রেজাউল ইসলাম খান, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন টুটুল, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা মহিলা দলের সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন হাসি, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, সহ শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ভিপি সালা উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ খন্দকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবিব উজ্জল ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। দুপুর ৩টার সময় মুক্তিযুদ্ধকালীন পলাশ ডাঙা যুবশিবিরের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মীর রুহুল আমীন বাবু প্রতীকী অনশনে অংশ গ্রহণকারী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনশন ভাঙ্গাণ।
অনশন চলাকালে কারাবন্দী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমের জ্যেষ্ঠ ভ্রাতা মরহুম জাকির হোসেন মুন্সির বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন্নবী শেখ।