ময়মনসিংহ বিএনপির প্রতীকি অনশণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৫৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ময়মনসিংহে প্রতীকি অনশণ কর্মসূচী পালন করছে দক্ষিণ জেলা বিএনপি।
আজ বুধবার সকাল ১০টায় নগরীর শিশু একাডেমি মাঠে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পযর্ন্ত।
এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আখতারুজ্জামান বাচ্চু, আকতারুল আলম ফারুক, এড. ফাত্তাহ খান।
এছাড়াও জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান রোকন, কৃষকদলের আহবায়ক লিটন আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাঊদ রায়হান প্রমূখ অংশ গ্রহন করেন।