গণতান্ত্রিক প্রক্রিয়ায় লাকসামের ৫টি ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২ পিএম, ৩০ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:২৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে বিএনপি পুর্নগঠনের অংশ হিসাবে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক, লাকসাম-মনোহরগঞ্জের দক্ষিন কুমিল্লার বিএনপি নেতা মো. আবুল কালামের নির্দেশনায় কুমিলা দক্ষিন জেলার লাকসাম উপজেলাধীন মুদাফরগঞ্জ উত্তর, বাকই দক্ষিন, কান্দিরপাড় উত্তর, নরপাটি এবং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নে সম্পুর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিএনপির কাউন্সিল সফল ভাবে সম্পন্ন হয়।
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) লাকসামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লাকসাম উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রহমানের বাদলের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মো. নুর হোসেন চেয়ারম্যানের সঞ্চালয়নায় অনুষ্ঠিত কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কাজী আব্দুর রশিদ সভাপতি, নাজমুল রশিদ রয়েল সাধারণ সম্পাদক, বাকই দক্ষিন ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সভাপতি, দেলোয়ার হোসেন মেম্বার সাধারণ সম্পাদক, কান্দিরপাড় উত্তর ইউনিয়নে হারুন অর রশিদ সভাপতি, হাজী নুরুল ইসলাম (কাতারী) সাধারণ সম্পাদক, নরপাটি ইউনিয়নে হাজী ইব্রাহিম খলিল সভাপতি, তাজুল ইসলাম সাধারণ সম্পাদক, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নে মো. শাহিন আহমেদ সভাপতি, রবিউল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ঝাঁকঝমক পুর্ন আয়োজনে ব্যপক আলোচিত উল্লেখিত এই কাউন্সিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক যথাক্রমে হাজী ইব্রাহীম খলিল, কাজী আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন, ছানাউল হক মন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুল আলম, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মাহমুদ খসরু, আলী আজগর, শাখাওয়াত হোসেন, আলী হোসেন প্রমুখ।
কাউন্সিলে উল্লেখিত সকল ইউনিয়ন বিএনপির নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) নির্বাচনী আসনে বিএনপির সাংগঠনিক অভিভাবক মো. আবুল কালাম।