তাঁতীদলের ১০১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩৪ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহে জাতীয়তাবাদী তাঁতীদলের ১০১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে ডা: জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে মো: সাইদুল বাসার বিপ্লবকে। এতে যুগ্ম আহবায়ক রয়েছেন ৩০জন।
আজ মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।
এতে উল্লেখ করা হয় যে, নবগঠিত কমিটি আগামী ৪৫দিনের মধ্যে মহানগরের অর্ন্তগত সকল থানা এবং ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব কমিটি অনুমোদন হবে প্রথম যুগ্ম আহবায়ক ইঞ্জি. মো: সিরাজুল ইসলামসহ ৩ জনের যৌথ স্বাক্ষরে।
সেই সাথে ৪৫দিনের মধ্যে থানা এবং ওয়ার্ডের কমিটি গঠন করে মহানগরের সম্মেলন করে কেন্দ্রীয় কমিটির নিকট পূর্নাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে। অন্যথায় এই কমিটির কোন কার্যকারিতা থাকবে না বলেও জানানো হয়েছে।