ঝিকরগাছায় বিএনপি নেতা রমীজ উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০০ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রমীজ উদ্দিন ভূঁইয়া (৫৭) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে যশোর ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
এর আগে সোমবার সন্ধ্যায় তিনি নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি ২ কণ্যা সন্তান রেখে গেছেন।
এদিকে সকালে বিএনপি নেতা রমীজ উদ্দিন ভূঁইয়ার মৃত্যুর খবর শুনে মরহুমের বাড়িতে ছুটে আসেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় বিএনপির (খুলনা বিভাগীয়) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, আলী হোসেন মদন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, ইমরান হাসান নিপুন, বিএনপি নেতা কাজী আব্দুস সাত্তার, খাইরুজ্জামান মিনু, এনামুল হক, ইসমাইল হোসেন সোহাগ, নুরুজ্জামান কনক, হায়দার আলী, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আসরবাদ ইয়াকুব ভূইয়া স্কুল মাঠে জানাজা শেষে ভুঁইয়াবাড়ি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন, ভূঁইয়াবাড়ি জামে মসজিদের ইমাম ইনতাজুল হক।
জানাজায় উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সাবেক এমপি এড. মনিরুল ইসলাম মনির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. মোহাম্মদ ইসহক, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মুরাদুন্নবী মুরাদ, ইমরান হাসান নিপুন, আশফাকুজ্জামান খাঁন রনি, নাভারন ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, সাবেক চেয়ারম্যান জিয়াউল হকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।