কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০২ পিএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের অংশগ্রহনে দিনব্যাপী বিপুল উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ৯টি ওয়ার্ডের কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে বিগত কমিটির সাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজুকে সভাপতি, আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আজগর হোসেন খানকে সাধারণ সম্পাদক ও নুরউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়েছে। পরে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হবে। সম্মেলনে বিপুল সংখ্যক তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ঘাগটিয়াস্থ প্রয়াত নেতা হান্নান শাহ্’র বাড়ি আঙ্গিনায় কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আফজাল হোসাইনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এফ এম কামাল হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। সম্মেলনের উদ্বোধক ছিলেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, বিএনপি নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী ইবকাল হোসেন শেখ, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. লুতফর রহমান, দুর্গাপুর ইউনিয়নের সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, যুবদল নেতা মীর মাসুম, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুজাহিদ সরকার অস্্রু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ শেখ, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুহুল আমীন প্রমূখ।
এর আগে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে উপজেলার সনমানিয়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত নতুন সভাপতি- তৌহিদুল ইসলাম তপন মেম্বার, সাধারণ সম্পাদক- ফারুক সরকার। রায়েদ ইউনিয়নের সভাপতি- মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম বাদল। বারিষাব ইউনিয়নের সভাপতি- মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক- আবুল কাশেম মাষ্টার। সিংহশ্রী ইউনিয়নের সভাপতি- মানসুর ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোকসেদ খান। চাঁদপুর ইউনিয়নের সভাপতি- নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক- সোলায়মান মোড়ল। কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি- অ্যাডভোকেট লুতফর রহমান, সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম মোল্লা। ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক- হারুন অর রশীদ মাঝি। ৩০ মার্চ তরগাঁও ইউনিয়ন সম্মেলন এবং আগামী ৮ এপ্রিল, শুক্রবার কাপাসিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়।