মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ওয়াশিংটন ডিসি বিএনপি’র বর্ণাঢ্য অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৫ এএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত ঢাকা ক্লাবে ওয়াশিংটন ডিসি বিএনপি কর্তৃক আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৬ মার্চ) অনুষ্ঠানটি মোঃ শফিক মোল্লার পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে শুরু হয়। এরপরে বাংলাদেশের জাতীয় সংগীত, আমেরিকার জাতীয় সংগীত ও বিএনপি'র দলীয় সংগীত পরিবেশন করা হয়।
ওয়াশিংটন ডিসি বিএনপি'র সভাপতি হাফিজ খান সোহায়েল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন, ভার্জিনিয়া স্টেট বিএনপি'র আহবায়ক জহির খান, সদস্য সচিব তোফায়েল আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপি'র সহ-সভাপতি মিয়া মোঃ মজনু, ওয়াশিংটন ডিসি বিএনপি'র সদস্য মীর নাজিউর রহমান, ভার্জিনিয়া স্টেট বিএনপি'র সদস্য কাইয়ুম মোহাম্মদ ও মহিউদ্দিন জাহাঙ্গীর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর উপর তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপরে কবিতা আবৃত্তি করেন ওয়াশিংটন ডিসি বিএনপি'র সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম। দেশাত্মবোধক গান পরিবেশন করেন রেজওয়ান আনসারী পল্লব, জনি রহমান, আনসার আহমেদ, মাহিন সুজন, মাসুমা মেরিন, শিমু আনসারী, মাহি, আফ্রীদা জেসমিন।
দ্বিতীয় পর্বের কারিগরি পরিচালনায় ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন যা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সভাপতি হাফিজ খান সোহায়েল তার সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার রয়েছেন তা আর অন্য কোন দলে নেই। এতেই প্রমাণিত হয় কারা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার পক্ষের শক্তি। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশেষ করে অনুষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থাপক সৈয়দ সালেহ মনসুর পরশ ও রেজওয়ান আনসারী পল্লবকে আন্তরিক ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।