গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের সাবেক সাংগঠিক সম্পাদক মরহুম আশরাফুল হকের কবর জিয়ারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১ পিএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ সোমবার বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ডিহিডওর গ্রামে মরহুম আশরাফুল হক গোল্লার কবর জিয়ারত করেন পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম। কবর জিয়ারতের আগে মেয়র সাইফুল ইসলাম মরহুম আশরাফুল হক গোল্লার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, দৈনিক দিনকাল পত্রিকার কমার্শিয়াল ম্যানেজার শাহাদত হোসেন তাঁরা, গাবতলী পৌর বিএনপি'র নবনির্বাচিত সভাপতি কায়দুজোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, বিএনপি নেতা আফসার আলী মিজু, ইস্কান্দার আলী ময়না, আবু হাসনাত শাহীন, আজাদুল হক আবু, প্রভাষক বাবু, যুবদল নেতা আনোয়ার, তাজুল, দৌলত, সেলিম, নিপুন, সাব্বির, ছাত্রদল নেতা আব্দুল গনি, কামাল, রাকিব, আব্দুল মমিন, শ্রমিকদল নেতা মোঃ শফিকুল ইসলাম, আনিসার রহমান।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, শ্রমিকদল নেতা আতিকুর রহমান রন্টু, জেলা সেচ্ছাসেবকদল নেতা সোহানুর রহমান সোহাগ, যুবদল নেতা জাহিদুল হাসান জাহিদ, তুহিন, স্বাধীন, শাহিন।
উল্লেখ্য, গত ২মাস আগে আশরাফুল হক গোল্লা গাবতলী পৌরসভাধীন খলিশাকুড়ি এলাকায় বগুড়া সারিয়াকান্দি সড়কে দুর্বৃত্তের হাতে নিহত হন।
মরহুম আশরাফুল হক গোল্লার স্ত্রী জানান, আসামীর প্রকাশ্যে ঘোড়াফেরা করতেছে এবং তার পরিবারকে বার বার হুমকি ও গালিগালাজ দিয়ে যাচ্ছে। প্রশাসন তাদের ধরছে না। তার স্বামীর হত্যাকারীরা যত প্রভাবশালী হোক না কেনো জড়িত আসামীদের ফাঁসির দাবি জানিয়েছেন।