মতিহার থানা ছাত্রদল নেতা সোহেলকে গ্রেপ্তারে রাজশাহী মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৮ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজশাহী মহানগর ছাত্রদলের আওতাধীন মতিহার থানা (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সোহেলকে আজ সোমবার সকাল আনুমানিক ১১টায় স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। বিরোধী মত দমনের ধারাবাহিক নীলনকশা বাস্তবায়নের জন্যই জনপ্রিয় ছাত্র নেতাদের ধরে জেলহাজতে প্রেরণের মাধ্যমে, ছাত্র-জনতার কণ্ঠরোধ করতে চায় গণবিরোধী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী। জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করে কখনোই ক্ষমতার মসনদ চিরস্থায়ী হয়নি, অর্বাচীন শাসকগোষ্ঠীর সেই হীন উদ্দেশ্য কখনোই বাংলার ছাত্রজনতা বাস্তবায়ন হতে দেবে না।
রাজশাহী মহানগরীর মতিহার উত্তর থানার ছাত্রদলের সদস্য সচিব সোহেলকে গ্রেফতার তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মূর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, থানা, ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
রাজশাহী মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।