মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনার অবমাননা করেন ইউপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পাবনার ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস সারাদেশের ন্যায় যথাযোগ্য ভাবে পালিত হলেও, ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে গত ২৬ মার্চ সকাল ১০ টায় মুলাডুলি কলেজের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জুতা পড়ে শহীদ মিনারে বক্তব্য দিলেন মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেক মালিথা। মুহূর্তে শহীদ মিনারে জুতা পড়ে বক্তব্য দেওয়ার ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। এতে করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষের মধ্যে দেখা যায় নেতিবাচক প্রতিক্রিয়া।
তারা মন্তব্য করে বলেন, স্বাধীনতার ৫১ বছরে এসেও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শহীদ মিনার অবমাননা করা মানে শহীদদের প্রতি অসম্মান করা ও শেখ মুজিবের আদর্শের সংগঠন কে অবমাননা করা। যা অতি কষ্টদায়ক ও জাতির জন্য লজ্জার। একজন জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির কাছে এমন ভুল মোটেও কাম্য নয়।