স্বাধীনতা দিবসে পাবনায় শিমুল বিশ্বাসের নেতৃত্বে স্মরণাতীতকালের
বর্ণাঢ্য বৃহত্তম বিজয় র্যালি প্রদর্শন বিএনপি নেতাকর্মীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৩ পিএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মহান স্বাধীনতা দিবসের দুপুরে পাবনায় জেলা বিএনপি, সদর ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্মরণাতীতকালের বৃহত্তম বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করেছে দলের নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, ধানের শীষ এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে নিয়ে এই র্যালিতে যোগ দেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। বিশাল এ র্যালির নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এর আগে শহরের নানা এলাকা থেকে দলের নেতাকর্মীরা সমবেত হন শহরের বড়ব্রিজ সংলগ্ন ঘোড়াস্ট্যান্ডে। সেখান থেকে শিমুল বিশ^াসের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে র্যালিটি ফের শহরের প্রধান সড়ক ঘুরে ঘোড়াস্ট্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিমুল বিশ্বাস বলেন, দেশ আজকে কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ ঠিকমতো খেতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস ঘটছে। সরকার উন্নয়নের নামে মানুষের সাথে ধোঁকাবাজি করে টাকার পাহাড় গড়ে তুললেও দেশের মানুষের ভাগ্য ও রুটি রুজির চিন্তা করছে না। রাষ্ট্রযন্ত্রকে জোর করে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। জুলুমবাজি ও ফ্যাসিবাদী কর্মকান্ডের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বিরোধী মত ও বিরোধী পথের মানুষদের ওপরে পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তাঁর পরিবারের ওপরে যে নির্যাতন চালাচ্ছে তা খুবই অমানবিক। আজকে খুন গুম হামলা মামলার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। লুটেরা সরকারের বিদায় না হওয়া অবধি আন্দোলন সংগ্রামকে রাজপথে বেগবান করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হয়ে জনগণের বাগ্স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে, আজকের মহান স্বাধীনতা দিবসের এটাই হোক শপথ।