ছাগলনাইয়া উপজেলা মৎস্যজীবি দলের আহবায়কের চিকিৎসার জন্য বেলাল আহমদের আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৫২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছাগলনাইয়া উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মুন্সি নুর আলমকে দেখতে গতকাল শনিবার (২৬ মার্চ) চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক ছাগলনাইয়া উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক ব্রেইন টিউমারে আক্রান্ত মুন্সি নুর আলমের চিকিৎসা সহায়তা বাবদ বেলাল আহমেদের ব্যাক্তিগত তহবিল থেকে ১০০০০০/= ( এক লক্ষ ) টাকা প্রদান করা হয়।
এ সময় ছাগলনাইয়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।