নরসিংদীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১০:০৭ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নরসিংদীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে আজ শনিবার জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপত্বিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড.আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারখ আহমেদ ভূইয়া, শিবপুর থানা বিএনপি'র সাধারণ আবু সালে রিকাবদার। জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা মৎসজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সম্পাদক মোশারফ হোসেন সজল, জেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলা জাসাসের সারোয়ার হোসেন ঝন্টু ওলামাদলে সভাপতি নরুল ইসলাম, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা পরাধীনতার শিকলে বন্দি রয়েছি। দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে। এই সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছে। এই নির্বাচন কমিশনের অধিনে কোনো নির্বাচনই অবাধ সুষ্ঠ হয়নি।