স্বাধীনতা দিবসে ইবি জিয়া পরিষদ ও সাদা দলের শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৭ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ ও সাদা দল।
আজ শনিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দরা।
জিয়া পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাদা দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে দলের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জিয়া পরিষদ ও সাদা দলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
ভিত্তি প্রস্তরে শ্রদ্ধা নিবেদনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিঃশর্ত মুক্তি এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাসহ জিয়া পরিবারকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি, প্রফেসর ড. মিজানুর রহমান, সাবেক সভাপতি প্রফেসর ড. মো: নজিবুল হক, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. শাহিনুজ্জামান, প্রফেসর ড. মোঃ আব্দুল মোমিন, প্রফেসর ড. নূরুন্নাহার, প্রফেসর ড. খোদেজা খাতুন, জিয়া পরিষদ অফিসার ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বাবু, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ মঞ্জু, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা, ড.ওলিউর রহমান পিকুল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মিজানুর রহমান মজুমদার, শাহেদ হাসান, গোলাম মওলা, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাকসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।