পাবনায় যথাযথ মর্যাদায় বিএনপির স্বাধীনতা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০২:২১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
১৯৭১ সাল পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন, গণহত্যায় ততকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এর মানুষ যখন দিশেহারা ঠিক তখন ২৬ শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উজ্জীবিত করেন এবং নিজে অস্ত্র হাতে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। এই বীর জাতি ৯ মাস যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে ইতিহাস রচনা করেন।
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। তাই ২৬ মার্চ দিনটি এই বাংলাদেশের মানুষের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। দিবসটি উপলক্ষে ঈশ্বরদী বিএনপির নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেছে।
ঈশ্বরদী - আটঘরিয়া গণমানুষের নেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জেলা বিএনপির আহবায়ক পাবনা-৪ আসনের কান্ডারী হাবিবুর রহমান হাবিবের দিকনির্দেশনায় এবং জেলা, পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল আয়োজিত দিনব্যাপী কর্মসূচী সফলভাবে পালিত হয়েছে।
হাজার হাজার নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার পর সকাল ১১ টায় ডিসি অফিস চত্তরে বিজয় স্তম্ভমূখি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
এসময় নেতাকর্মী সমর্থকরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ফেস্টুন, প্লাকার্ডে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পাবনার রাজপথ। শোভাযাত্রা শেষে বিজয় স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, পাবনা উকিল বার সমিতির সভাপতি এড. মাসুদ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খানসহ অনেকেই।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।