খালেদা জিয়ার মুক্তি দাবি, স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ জেলা যুবদলের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৩ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৭ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তমুক্তির দাবিতে নগরীতে র্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল।
আজ শনিবার (২৬ মার্চ) সকালে র্যালিকে সফল করতে বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় ঈদগাহতে জড়ো হতে থাকে। পরে সকাল সাড়ে এগারোটার দিকে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মিছিল বের করে।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্ত্বরে শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ঢাকা বিভাগীয় টিম প্রধাণ জাকির হোসেন নান্নুও যুগ্ম স্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবা য়ক ভিপি কবির, জেলা যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।