ক্ষমতাসীনদের সন্ত্রাসে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৭ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রিন্স বলেছেন, লুটপাটের অর্থ সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খুনাখুনিতে লিপ্ত হয়েছে। তাদের সন্ত্রাসে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।
আজ শনিবার (২৬ মার্চ) এমরান সালেহ প্রিন্স মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় পৃথক পৃথক সমাবেশে এসব কথা বলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক শোভাযাত্রা, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।
সমবেশ সমুহে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস খন্ডিত ও বিকৃত করে জাতির সাথে প্রতারণা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা অস্বীকার করে সরকার মুক্তিযুদ্ধকে অপমানিত করছে। শহীদ জিয়ার ঘোষনার মাধ্যমেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সূচনা হয়।
সরকার গণতন্ত্র, ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার হরণ করেও স্বাধীনতার স্বাধীনতার স্বপ্ন-আকাঙ্ক্ষা পদদলিত করছে। তাদের মুখে স্বাধীনতার চেতনার কথা মানায় না। তিনি বলেন, গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশে স্বাধীনতা অর্থহীন ও বিবর্ণ। তিনি সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দুঃশাসনের অবসান ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিত্বশীল সরকার ও সুশাসন কায়েম করে মুক্তিযুদ্ধের স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।
হালুয়াঘাটের কর্মসূচিতে বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আবদুল মান্নান মল্লিক, আবদুল হামিদ, আলী আশরাফ, মিজানুর রহমান, ইসহাক আলী মাষ্টার, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, আলী মাহমুদ, শহীদুল হক সুজন, আবুল কালাম আজাদ, ডা.সাইদুর রহমান, কসিম উদ্দিন জোয়ার্দার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সহ সভাপতি হোসনে আরা নীলু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, জাসাস সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
ধোবাউড়া উপজেলা বিএনপির র্যালী ও সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, আজহারুল হক, হাবিবুর রহমান, ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আমিনুল ইসলাম, হুমায়ুম ইসলাম, শহিদ আকন্দ, গাজীউল ইসলাম, সিদ্দিকুর রহমান, য়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, ছাত্র দলের উপজেলা আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, তাতী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ্, ওলামাদলের মলানা ওবায়দুল্লাহ, আলী আসগর, শ্রমিক দলের ওবায়দুল ফকির, আলাল মিয়া, মৎস্যজীবী দলের রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।