যারাই ইতিহাস কে বিকৃত করেছে তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে : এ্যাডভোকেট সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৪৭ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ঘোড়দৌড় বাজার লৌহজং উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৬ মার্চ) লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহ্ জাহান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব হাবীবুর রহমান অপু চাকলাদারের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সালাম বলেন" জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করতো না। যারা জিয়াউর রহমান কে পাকিস্তানি অনুচর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিচ্ছেন তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কে বিকৃত করে চলেছেন। তারাই একদিন এই জাতির কাছে বেঈমান বিশ্বাস ঘাতক হিসেবে আখ্যায়িত হবেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না।
তিনি বর্তমান সরকার কে উদ্দেশ্য করে বলেন "স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে উপস্থাপন করি ও জাতীয় বীরদের কে সম্মানের সাথে গ্রহন করি। অতীতে যারা ইতিহাস কে বিকৃত করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে"।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ্ কামাল ঢালী, আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, গোলাম গাউস সিদ্দিকী, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, মোঃ সাগর বেপারী, মোঃ কাউছার তালুকদার, মোঃ লিটন ঢালীসহ অন্যন্যা নেতৃবৃন্দ।
আলোচনা সভার পরে সদ্য প্রয়াত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাচ্চু তালুকদার, লৌহজং উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক এসএম মিরাজ ও মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন বেপারীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পড়ানো হয়।