ধামইরহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিরাট বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এম.এ ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজুয়ান হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সভানেত্রী মাজেদা বেগম, মহিলা দলের আহবায়য়ক ও সাবেক সভানেত্রী বেলী খাতুন, শাহীনা আক্তার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
অপর দিকে বিএনপি নেতা নওগাঁ জেলা বিএনপির আহবায়ক সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি বিরাট র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা থানা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল হোসেন কাউসার বুলবুল, যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফেরদৌস হাসান, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন শাহান, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, ধামইরহাট উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক লাভলী, ধামইরহাট থানা মহিলা দলের সদস্য সচিব নাজমুন নাহার, নওগাঁ জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক রাকিবুল হাসানসহ এ সময় প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।