তেরখাদায় উপজেলা বিএনপির আয়োজনে স্বাধীনতা র্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৬:২৯ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মহান স্বাধীনতার ৫০বছর পূ্র্তিতে খুলনা জেলা বিএনপির অন্তর্ভুক্ত তেরখাদা উপজেলা বিএনপির আয়োজনে স্বাধীনতা দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ মার্চ) তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে।
উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অন্যতম সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক ফারুখ শেখ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম লাখু, সহ দপ্তর সম্পাদক মোঃ গোলজার আলম,
সদস্য তফছির ফকির, সদস্য লালিম শেখ, সদস্য মান্নু শেখ, সদস্য আবু খায়ের, টুকু শেখ, শহিদ মেম্বার, মান্নান কাজি, তহিদ মোল্লা, টনি, ফেরদাউস শেখ, তহিদ তরফদার, বাহার মোল্লা, তারিখ শেখ, ইমদাদুল শেখ, রাজা, জিহাদ, নাইম, খায়রুল, বারাসাত ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাফায়েত প্রমুখ।
এসময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্বাধীনতা সংগ্রামের সাহসী অবদানের কথা স্মরণ করেন এবং মরহুম শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।