মহান স্বাধীনতা দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৯ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্তম্ভে ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ শনিবার (২৬ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সকাল ৯ঘটিকার সময় থানা গেট থেকে বর্ণাঢ্য র্যালি সহকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ইবি ছাত্রদল। এসময় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন "জিয়া পরিষদ" ও "সাদা দল" এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল ইবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম ও সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ, আনারুল ইসলাম, রোকনউদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুরুউদ্দীন, সৌরভ, রনি, সাক্ষর, তৌহিদ, আশাদুল,মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।