দেশের জনগণ চরম দুর্ভিক্ষ মোকাবিলা করছে - তাসমিয়া প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ১৯৭১ সালের ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার পতাকা উত্তোলক জাগপা’র প্রতিষ্ঠাতা-সভাপতি শফিউল আলম প্রধান হিম্মত নিয়ে মহান স্বাধীনতার বিজয় ছিনিয়ে এনেছেন। দেশ, জনগণ ও সার্বভৌমত্বের জন্য শফিউল আলম প্রধান যে সংগ্রাম করেছেন তা আজ আমাদের অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আজ বেদনার সাথে বলতে হয়, ১৯৭১ সালে জনগণ তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সংগ্রাম করেছিল। কিন্তু বর্তমানে অনির্বাচিত জালিম সরকার দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর অগণতান্ত্রিক হুকুম তামিল করছে। এই জালিম সরকার যা বলে বা করে সবই নিজেদের আখের গোছানোর জন্য করছে।
সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলেন, একজন শ্রমিক একদিনের আয়ের টাকা দিয়ে ২০ কেজি চাল কিনতে পারে! আরেক মন্ত্রী বলেন দেশে এখন সাহায্য নেয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আবার কখনও কখনও এমপি-মন্ত্রীরা বলেন, ভাতের বদলে আলু খান, পেঁয়াজের বদলে মুলা খান, তেল ছাড়া রান্না খান! ঐ সকল এমপি-মন্ত্রীর আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার সময় এসেছে। আজ রাস্তায় হাটলে বোঝা যায়, বর্তমানে দেশের জনগণ চরম দুর্ভিক্ষ মোকাবিলা করছে। মনে হচ্ছে ফ্যাসিস্ট সরকারের হাতে দেশের মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে! এভাবে স্বাধীন দেশ চলতে পারেনা। টিসিবি’র চাল, ডাল, তেল, পেঁয়াজের জন্য প্রতিদিন কারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে? দেশবাসীর জিজ্ঞাসা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন? ধনীরা খাবে, আওয়ামী লীগ খাবে, গরিব অসহায় মানুষের খবর কে নিবে। অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে নতুবা ক্ষমতা ছাড়তে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনের টার্গেট ভাল নয়। এরা বাংলাদেশকে সিকিম, ভুটান, কাশ্মীর, আরাকান বানাতে চায়। ইতিমধ্যে কানে আসছে সরকার আবারও ক্ষমতায় থাকার জন্য গোপন লবিস্ট নিয়োগ জোরদার করা শুরু করেছে। তবে জাগপা হুঁশিয়ারি দিয়ে বলছে, এদেশ মওলানা ভাসানী, শহীদ জিয়া, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধান, পীর আউলিয়ার দেশ। এদেশে কারো অবৈধ হুকুম তালিম ও তাঁবেদারি চলবে না। দেশবাসী হুঁশিয়ার থাকবেন। গতকাল শুক্রবার আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘২৩ মার্চ পতাকা দিবস ও পতাকা উত্তোলক শফিউল আলম প্রধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, মোঃ নিজামদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ শফিকুল ইসলাম, জাগপা’র সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম রাতুল প্রমুখ।