২৮ মার্চের হরতাল জনস্বার্থের হরতাল - সাইফুল হোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আমরা বাম জোটের ৯ দল জনস্বার্থে এই হরতাল ডেকেছি। আসলে এটি আমাদের হরতাল নয়, এটি জনগণের হরতাল। এই হরতালে আমরা দেশের সকল শ্রেণির মানুষকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। আমরা আশা করছি, আগামী সোমবার ২৮ মার্চ অর্ধবেলা হরতালে জনগণ তাদের নিজেদের স্বার্থে অংশ নেবে।
অন্যদিকে আমাদের জোটের বাইরে আরও অনেক সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমর্থন জানিয়েছে। নাগরিক ঐক্য, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণফোরামের মোস্তাফা মহসিন, জাসদ। এছাড়া নারী, ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো সমর্থন জানিয়েছে এবং তারা হরতালের প্রচারে কাজ করছেন।
এই হরতালে আমরা দাবি জানাচ্ছি, রেশন ব্যবস্থা চালু করতে হবে, আয়নির্ভর গ্রামে-শহরে খাদ্যব্যবস্থা করতে হবে, বাজার সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, বাজারগুলোতে মূল্য তালিকা নির্ধারণ করে দিতে হবে, নিয়ন্ত্রণকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর আইনের আওতায় নিয়ে আসতে হবে।
সরকারের পক্ষ থেকে ভ্যাট কমানো হয়েছে কিন্তু আসলে বাজারে এর কোনো প্রতিফলন নেই। এছাড়া খাদ্য বিভাগের অধীনস্থ টিসিবি খাদ্য বিতরণ আসলে সরকারের প্রচার চাবিকাঠি। তবে টিসিবি’র এই কার্যক্রম জনদুর্ভোগ নিরসনে যথেষ্ট নয়।
এক প্রশ্নের উত্তরে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, আমাদের এই হরতাল জনগণকে নিয়ে জনগণের স্বার্থে এবং বিএনপি যদি আমাদের হরতালে সমর্থন জানায় আমি তাদের সমর্থনকে ইতিবাচক হিসেবেই দেখবো। কিন্তু কিছুদিন আগে একটি বিভ্রান্তি দেখা গেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম চট্টগ্রামের একটি সমাবেশে বিএনপির সমর্থনকে প্রত্যাখ্যান করেছেন। আমি এটিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, এটি সাংগঠনিক সিদ্ধান্ত কিনা তা আমি নিশ্চিত নই। কেননা আমরা এই হরতালে সকল সংগঠন ও দেশের মানুষের অংশগ্রহণ চেয়েছি। তাই কমিউনিস্ট পার্টির এই বক্তব্যকে জোটের বক্তব্য বলতে পারছি না।
অন্যদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গৃহীত প্রস্তাবে সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল ও সংগঠনকেও গণদাবির এই হরতাল সফল করার আহবান জানানো হয়।
জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ-এর সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস এবং জোট নেতা আব্দুল্লাহ কাফি রতন, জুলফিকার আলি, মুনিরুদ্দিন পাপ্পু, মো. রুবেল, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।