ফিতা কেটে উদ্বোধন করলেন ভিপি সাইফুল
শেফা স্মার্ট হাসপাতালের নবযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:২৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ায় নবযাত্রার সুচনা হলো শেফা স্মার্ট হাসপাতাল এন্ড এঞ্জেল ডায়াগনোষ্টিক সেন্টারের। অত্যাধুনিক এই সেবামুলক প্রতিষ্ঠানটির নবযাত্রা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটলেন বগুড়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত নির্বার্হী পরিচালক বিশিষ্ট বিএনপি নেতা বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নতুন নির্বাহী পরিচালক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু তার বক্তব্যে বলেন, আমাদের আগামীর লক্ষ হবে ব্যবসা নয় বরং জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। আমাদের লক্ষ থাকবে সাধারণ মানুষের ব্যয় সক্ষমতার মধ্যেই তারা যেন প্রতিষ্ঠানের সেবা নিয়ে খুশী মনে ফিরে যায়। তিনি নতুন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সফলতার সাথে প্রতিষ্ঠানটিকে আরো উন্নত করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
এর আগে আজ শুক্রবার বগুড়া শহরের খান্দার এলাকায় শহীদ মান্নান পশারী টাওয়ারে অবস্থিত শেফা ষ্মার্ট হাসপাতালের নবযাত্রা উপলক্ষে বাদ আসর এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রাজনীতিবিদ বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, অ্যাডঃ নাজমুল হুদা পপন, শেখ তাহা উদ্দিন নাহিন, বৃহত্তর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠন আলাউদ্দিন, বিএনপি নেতা আনোয়ারুল কবীর নান্টু, মাহবুব হাসান লেমন, শাহাবুল আলম পিপলু, সমাজসেবা অফিসার কামরুল হাসান, মেহেদী হাসান, বগুড়া পুরাতন মটর পার্টস এন্ড আয়রন দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাফিউল আলম শাফিন, জুয়েল, আলী আকবর গোলাপ, রাজেদুজ্জামান পিয়াস, সৈয়দ নাহিদ, সোয়েব ইসলাম অভি প্রমুখ।