'রনাঙ্গনে জিয়া' নামে চিত্রকর্ম স্থান পেল বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৫ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:২৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জিয়াউর রহমানের ওপরে 'রনাঙ্গনে জিয়া' নামে চিত্রকর্ম স্থান পেয়েছে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে।
আজ শুক্রবার সকালে প্রয়াত নেতা খন্দকার আহাদ আহমেদের সহধর্মিনী শায়লা ইসলাম এই চিত্র কর্মটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন।
এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও জি-নাইনের সদস্য ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ উপস্থিত ছিলেন।
খন্দকার আহাদ একজন শিল্পীকে দিয়ে এই চিত্র কর্মটি তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেয়ার জন্য। গত বছরের ২১ মার্চ করোনায় তিনি আক্রান্ত হয়ে মারা যান। ফলে এই চিত্রকর্মটি তার সহধর্মিনীর কাছে ছিলো যা শুক্রবার দলের কাছে হস্তান্তর করছে বলে জানান ডা. সায়ান্থ।
আহাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও দলের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি ও 'জি-নাইন' এর সদস্য ছিলেন।
হস্তান্তরের সময়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মামুনুর রশীদ মামুনসহ নেতৃ্বৃন্দরা ছিলেন।