বগুড়ায় ২১নং ওয়ার্ড শ্রমিকদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ পিএম, ২৪ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়া শহর শ্রমিকদলের আওতাধীন ২১নং ওয়ার্ড শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নিশ্চিন্তপুর ২য় বাইপাস এলাকায় পৌরসভার ২১নং ওয়ার্ড শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ। শহর শ্রমিক দলের আহবায়ক নুরুল হুদা’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। শহর শ্রমিকদলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন এমপি, আলী আজগর তালুকদার হেনা, শহগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটন, সোলাইমান আলী, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি সোহবার হোসেন লাইজু, যুগ্ম সম্পাদক সমরেশ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন, সাধারণ সম্পাদক সহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী ও শহর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মন্ডল।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আমিনুল হক মুন্না সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান নির্বাচিত হয়েছে।