দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বেড়া উপজেলা বিএনপি'র লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সারাদেশে লাগামহীন দূর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ও অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনার বেড়া উপজেলা শাখা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৩ মার্চ) উক্ত সমাবেশ বক্তব্য রাখেন, বেড়া উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও জাতসাখিনী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল গনি ফকির।
এছাড়াও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জাতসাখিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব, শাজাহান সিরাজী এবং মীর শওকত ইসলাম স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বেড়া উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব মঞ্জুর আলম সিকদার সহ বেড়া উপজেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।